বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাদারীপুরে তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

প্রকাশিতঃ ২০ এপ্রিল, ২০১৬  

মাদারীপুর : মাদারীপুরে এক তরুণীকে পাঁচ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ কির্ত্তনীয়া (৩৫) নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ওই তরুণী বলেছে বিয়ের দাবিতে তিনি তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম উত্তরপাড়া গ্রাম থেকে তরুণীকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও রাজৈর থানা সূত্র জানায়, নির্যাতনের শিকার তরুণী গত শুক্রবার সকালে রাজৈর উপজেলার আমগ্রামে প্রেমিক শিশিরের বাড়িতে গেলে শিশিরের বড়ভাই বিদ্যুৎ কির্ত্তনীয়াসহ বাড়ির লোকজন তাকে আটকে রেখে নির্যাতন করেন।

পাঁচদিন আটকে থাকার পর এলাকাবাসী বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। মঙ্গলবার সন্ধ্যার পর গণমাধ্যম কর্মী, জেলা নারী বিষয়ক কর্মকর্তা ও রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকে রাখার বিষয়টি বুঝতে পারেন। পরে তরুণীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ কির্ত্তনীয়াকে আটক করা হয়।

জেলা নারী বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কণা বলেন, ‘৫ দিন ঘরের মধ্যে আটকে রেখে ওই তরুণীকে নির্যাতন করা হয়েছে। খবরটি জানা মাত্রই আমি ছুটে আসি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে অভিযুক্ত বিদ্যুৎ কির্ত্তনীয়াকে আটক করে পুলিশ।’

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কুমার রায় জানান, প্রায় ৫ বছর আগে ওই তরুণীর সঙ্গে আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের শিশির কির্ত্তনীয়া নামে এক শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তরুণীর সঙ্গে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়েন শিশির। পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে অপরাগতা প্রকাশ করেন ওই শিক্ষক। মেয়েটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং রাজৈর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

2016_04_20_13_41_26_qWHjOE3nWWtt8h6LP1wntk01miywak_original