সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোবাইল আসক্তিতে মেধাশূন্য হচ্ছে নতুন প্রজন্ম

প্রকাশিতঃ ২২ ডিসেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,শিক্ষার্থী ও যুব সমাজের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধর। এখন বলছি মোবাইল ছেড়ে মাঠে খেল। সন্তানরা এখন মোবাইলে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তারা মাঠে খেলা ছেড়ে দিয়েছে।মরণ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে মোবাইল নেশা। মোবাইল অসক্তির কারণে অনেক ছোট ছোট ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে। মোবাইল আসক্তিতে মেধাশূন্য হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তাই সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিত তাদেরকে মোবাইল নেশা থেকে সরিয়ে আনা।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইলপাড়া যুব সমাজের উদ্যোগে মোহর আলী সরদার বাজার বালুর মাঠে অয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, বর্তমান নতুন প্রজন্ম আশঙ্কাজনক হারে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। পড়াশোনা বাদ দিয়ে বহু শিক্ষার্থী মোবাইল নিয়ে সময় পার করে দিচ্ছে। রাত জেগে তারা মোবাইল দেখছে।সবাই যে ভালো কিছু দেখছে তা কিন্তু নয়। ফেসবুক-ইউটিউব দেখে রাত পার করে দিচ্ছে। এসব দেখে যুবসমাজ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি হচ্ছে তাদের দৃষ্টি শক্তি। খিটখিটে হয়ে যাচ্ছে তাদের মেজাজ।মা-বাবার সঙ্গেও করছে খারাপ আচরণ। তারা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। যা সমাজের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সাফওয়ান এফসি বনাম সুমিলপাড়া এফসি। খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে সাফওয়ান এফসি ২-০ গোলে সুমিলপাড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য শাহআলম মানিক। 

বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, থানা বিএনপির সাবেক সদস্য কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন টিটু, সদস্য জহিরুল ইসলাম জহু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ওয়াসিম আসলাম ও সহসভাপতি হানিফ বেপারী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।