অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
প্রকাশিতঃ ২০ ডিসেম্বর, ২০২৪
জেলা প্রতিনিধি,ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাগুলোর মালিকদের সাত লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চর মানিকা ইউনিয়নের মেসার্স আব্দুল্লাহ ব্রিকস, মেসার্স মানিকা ব্রিকস এবং আছলামপুর ইউনিয়নের মেসার্স সততা ব্রিকস নামের তিনটি ইটভাটা ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া।
সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে চর মানিকা ও আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল বারেক বিশ্বাসের মালিকানাধীন মেসার্স আব্দুল্লাহ ব্রিকস, মো. নুরুল ইসলাম হাওলাদারের মেসার্স মানিকা ব্রিকস এবং মো. নুর আলমের মালিকানাধীন মেসার্স সততা ব্রিকসকে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।একই সঙ্গে কাঁচা ইট নষ্ট করে ফেলা হয় এবং মালিকদের কাছ থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এই তিনটি ইটভাটার কোনো বৈধ ইট পোড়ানোর লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। এছাড়াও, তারা কাঠ ব্যবহার করে ইট পোড়াতো, যা আইনত নিষিদ্ধ।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।