সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্যুতের খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৩

প্রকাশিতঃ ২০ ডিসেম্বর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি,সিলেটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন।আহত হয়েছেন একজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার ধামড়ি বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।  

গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। পুলিশ হতাহতদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা করছে বলে জানান তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এএসআই মহিবুর রহমান বলেন, হাসপাতালে আনার পর দুইজনের মধ্যে একজন মারা গেছেন। অন্যজনের অবস্থা গুরুতর। তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তাদের কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারে ছাতক ছাত্রদলের একটি ব্যানার পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, হতাহতরা সুনামগঞ্জের ছাতক পৌর ছাত্রদলের নেতাকর্মী হতে পারেন। তারা কয়েকজন প্রাইভেট কারে শাপলা বিল দেখে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।