সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নির্বাচনে আসতে আ’ লীগের কোনো বাধা নেই:বদিউল আলম মজুৃমদার

প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড, বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন করতে কোন বাঁধা সৃষ্টি করা হচ্ছে বলে আমি মনে করিনা। তারা নির্বাচন করতে পারবে না এমন কোন সমস্যাও তিনি দেখছেন না বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্ব্চানী সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহন নিয়ে নিয়ে কমিশন সংস্কার থেকেও কোনো রকম বাধা দেয়া হচ্ছে না। কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না। সব দলের অংশ গ্রহনের মধ্য দিয়ে একটি অংশগ্রহনমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই সুপারিশ আমরা করব। আওয়ামী লীগ আইনগতভাবে নির্বাচনে অযোগ্য না হলে তাদের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। আমরা চাই, সব দলের অংশ গ্রহনে অর্ন্তভুক্তিমুলক নির্বাচন অনুষ্ঠিত হোক আমি এই প্রত্যাশা করি।

বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে প্রশাসনসহ নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন তাদের কেউ চাপ সৃষ্টি করবেনা। তারা চাপ মুক্ত ভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে সব কাজ প্রায় শেষ পর্যায়ে। এরমধ্যে কয়েক হাজার প্রস্তাব না আমরা পেয়েছি। সেগুলো পর্যালোচনা করে আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রদান করবো। চলতি ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যে সুপারিশ সহ আমাদের প্রস্তাব না প্রদান করবো। । এরপর সেই প্রস্তাবনা নিয়ে অন্তবর্তীকালিন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে এবং এর মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ভোটার তালিকা সংশোধন, হালনাগাদ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা এসব বিষয়ে সুপারিশ করবো। নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, পক্ষপাত মুক্ত হবে। এবারের কমিশনে নির্বাচন কর্মকর্তাদের অর্ন্তভুক্ত করার পরিকল্পনা রয়েছে এরবং আমরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে রিটানিং ও সহকারী রিটানিং অফিসার নিয়োগ করে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করবো । আমাদের প্রত্যাশা সরকার তা গ্রহন করনবে।

মতবিনিময় কালে সুজনের কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সভাপতি খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, বিভাগীয় সমন্বয়ক রাজেস দে রাজুসহ রংপুর মহানগর ও জেলা সুজনের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।