সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নদীর মাটি যাচ্ছে ইটভাটায়

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর, ২০২৪  

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার হাটের নাগর নদীর মাটি অবৈধভাবে কেটে ইটভাটাসহ নানা জায়গায় বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়িক ও স্থানীয় নেতারা। প্রশাসনের নীরবতায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।

দিনের পর দিন অবৈধভাবে মাটি কাটা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। অন্যদিকে , এসব মাটি বহনের ফলে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের যাতায়াতের ও গাড়ি চলাচলের বিঘ্ন ঘটছে। সেই সাথে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে।

মাটি কাটার কাজে নিয়োজিতরা জানায়, এসব মাটি স্কুল ও মাদ্রাসার কাজে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছি। মাটিকাটা যে পরিবেশ দূষণের একটি অংশ তা সাধারণ মানুষের মাঝে নানারকম আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে ।

এ ব্যাপারে বগুড়া জেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিষয়টির উপর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।