বিজয়নগরে পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের ৬০ ব্যাটালিয়নের বিজয়নগরে পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কালাছড়া, বিষ্ণপুর এবং কাশিনগর এলাকায় দুই দিনে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ১,৫০০ পিস ইয়াবা, ১০০ বোতল স্কফ, ৯৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিয়ার জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, তবে ফেলে রেখে যায় মাদকদ্রব্যগুলো। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৮,২৬,৫০০ টাকা। এগুলো পরবর্তীতে ধ্বংস করার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সাথে সমন্বয় করে ব্যাটালিয়ন সদর দফতরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।