বিজয়নগরে হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
প্রকাশিতঃ ২৯ নভেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্র পক্ষের আইনজীবি এড. সাইফুল ইসলাম (আলিফ) কে জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে শুক্রবার ২৯ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার চান্দুরা ইউপির চান্দুরা বাস স্ট্যান্ড ডাক বাংলোতে জমায়েত হয়ে রেলি নিয়ে চান্দুরা সিঙ্গারবিল সড়কের আমতলী বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন। আমতলী বাজার চৌরাস্তায় এসে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা অন্তর্বর্তীকালী সরকারের কাছে দাবি জানান যে ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ইসকন নিষিদ্ধ সংগঠন ও জঙ্গিসংগঠন বলে ব্যাখ্যা করেন, অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান, সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান। উক্ত সমাবেশে মাওলানা নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় , মাওলানা আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক সুমন, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মাওলানা মোবাশ্বির হোসেন, মাওলানা কবির হোসেন, মাওলানা রহমাতুল্লাহ কাসেমী, মাওলানা রুকল উদ্দিন, মাওলানা সুমন মুন্সী, মাওলানা তানভীর হোসেন, মাওলানা শাহেদ আলী, মাওলানা ইসহাক বিজয়নগরী ও হিলফুল ফুজুল যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে উপস্থিত সবাই শহীদ সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়ার করেন।