মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঁচ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিতঃ ২৭ নভেম্বর, ২০২৪  

জেলা প্রতিনিধি,বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অবৈধ পাঁচটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও নষ্ট করে ফেলা হয়েছে বিপুল পরিমাণ কাঁচা ইট। এক ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ভেঙে ফেলা ও জরিমানার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এসময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

জরিমানা দেয়া ইটভাটা হলো বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার মেসার্স রাটা ব্রিকস। গুঁড়িয়ে দেয়া হয় মেসার্স রাটা ব্রিকস, একই এলাকার মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স ওয়ান নিপা ব্রিকস, সাদিস এলাকার মেসার্স যমুনা ব্রিকস ও মেসার্স টু স্টার ব্রিকস।
 
পরিবেশ অধিদপ্তর পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করা পাঁচটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে ফেলাসহ তৈরি করা কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়াও রাটা ইটভাটা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বাকেরগঞ্জ থানা ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা এবং ফায়ার সার্ভিস সহায়তা করেছে।