সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল দুই আরোহী

প্রকাশিতঃ ০৪ নভেম্বর, ২০২৪  

জেলা প্রতিনিধি, দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে এবং তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানিয়েছে, রিফাত বিরামপুরে মুদির করত। দুপুরে খাবার খেয়ে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে দোকান খোলার উদ্দেশ্যে বিরামপুর শহরের রওনা হয় রিফাত। এর কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যায়। সেখান থেকে শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকেল সোয়া ৫টায় দিকে খোকা বাবুর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।