মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরিমাণ মাদকদ্রব্য, টাকাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৬ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি, গাজীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, টাকাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২৫ মাদক সেবনকারীকেও গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানায় শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর থানার পুলিশ শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা এলাকার আমির কসাইয়ের বাড়িতে অভিযান চালায়।সেখানে তল্লাশি করে ৩৯ কেজি গাঁজা, ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতলে বিদেশি মদ ও মাদক বিক্রির আট লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা উদ্ধার হয়। পাশাপাশি মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় ২৫ জনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।