সড়কে অসংখ্য বড় বড় গর্ত, চরম জনদুর্ভোগ
প্রকাশিতঃ ১২ অক্টোবর, ২০২৪
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তায় অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল। প্রায়ই গর্তের মধ্যে চাকা আটকে বিকল হয়ে পড়ছে যানবাহন। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচল করা যাত্রী ও চালকদের।
তবে সড়ক ও জনপথ বিভাগের লোকজন ঐ মহাসড়কের পাকা রাস্তায় নামমাত্র ইট ও ইটের টুকরো দিয়ে গর্ত ভরাট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা, ইট দিয়ে সংস্কারের পর পরই বৃষ্টির পানি পড়ে ও যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাৎক্ষণিক গুঁড়ো হয়ে যাচ্ছে। ফলে গর্ত গর্তই থেকে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সড়কের অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কার্পেটিং ও ইট-খোয়া উঠে জরাজীর্ণ হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কখনো কখনো কাদা-পানি জমে থাকায় গর্তে যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কখনো চলছে ধীরগতিতে। ফলে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানটি থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, বড় বড় গর্তের কারণে যানবাহন নিয়ে চলতে আমাদের খুব কষ্ট হয়। গর্তের মধ্যে গাড়ির চাকা আটকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। এছাড়া মালবাহী যানবাহন গর্তে আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, এখানে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ব্যবসায়ীরা তাতে বাধা দেন। বিষয়টি নিয়ে তারা উচ্চ আদালতে রিটও করেছেন। তবে সড়কের এ অংশটুকু ঢালাই করার সিদ্ধান্ত হয়েছে, দরপত্রও হয়ে গেছে। ঢালাই হয়ে গেলে পানি জমলেও সড়কের কোনো সমস্যা হবে না।