মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

 ৫ কাউন্সিলর গ্রেফতার, কারাগারে প্রেরণ

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪  



অনলাইন ডেস্ক:

বাগেরহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলরকে কোট চত্তর এলাকা থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, ১,২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর যুব মহিলা লীগ নেত্রী আসমা আজাদ, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তানিয়া খাতুন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম ডালিম। গ্রেফতারকৃত এই পাঁচজন কাউন্সিলরকে সন্ধ্যায় হামলা, মারপিট ও চাঁদাবাজীর ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বাগেরহাট পৌরসভার পলাতক পাঁচজন কাউন্সিলর বুধবার দুপুরে কোট চত্তর এলাকা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারকেরে। পরে গোটাপাড়া ইউনিয়নের বিএনপি নেতা আলতাফ হোসেনের দায়েরকৃত হামলা, মারপিট ও চাঁদাবাজী মামলার আসামী হিসেবে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।