কারাগারে এক বন্দির মৃত্যু
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪
জেলা প্রতিনিধি, নেত্রকোণায় মাদক মামলায় আটক আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া (৩৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে তিনি মারা গেছেন।
শিপন মিয়া নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে। তিনি গত ৬ বছর ধরে মাদক মামলায় কারাগারে ছিলেন বলে জানা গেছে।
কারা পুলিশ ও স্বজনেরা জানান, ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হন শিপন মিয়া। এরপর থেকেই কারাগারেই ছিলেন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাসমিয়া হোসেন অনন্যা গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার সময় শিপন মিয়া মারা যান। প্রাথমিকভাবে মনে হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে আনার সময় সঙ্গে ছিলেন কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে বুকে ব্যাথা অনুভব করেন শিপন মিয়া। তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য সদর হাসাপাতালে নিয়ে আসা হয় তাকে। সেখানে তিনি মারা যান।