মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, ২ সাংবাদিক আহত

প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৪  

অনলাইন ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের চেরাগী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

এ সময় ছবি তুলতে গিয়ে প্রথম আলো ও আমাদের সময় পত্রিকার দুই ফটোসাংবাদিক আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে দুই ফটো সাংবাদিক আহতের ঘটনায় নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

জানা যায়, নগরের কোতোয়ালি থানাধীন চেরাগী মোড় এলাকায় চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের ব্যানারে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ছিল। এই কর্মসূচি শুরুর আগে সেখানে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি এবং এলাকায় অবস্থানের কারণে আয়োজকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এক পর্যায়ে নির্ধারিত স্থান থেকে সরে পার্শ্ববর্তী গলির মুখে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালনকালে অতর্কিত হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় কর্মসূচি পালনকারীদের গালাগাল এবং মারধর করা হয়।

ঘটনাস্থলে ছবি তুলতে গিয়ে হামলাকারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রথম আলো চট্টগ্রাম অফিসে কর্মরত নিজস্ব আলোকচিত্রী জুয়েল দাশ ও আমাদের সময়ের নিজস্ব আলোকচিত্রী এস এম তামান্না। 

গণমাধ্যমকর্মীসহ প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চেরাগী মোড় এলাকার আজাদী গলিতে সংস্কৃতিকর্মীরা মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আসেন। এ সময় তারা মোমবাতি হাতে দাঁড়িয়ে দেশাত্মবোধক ‘ও আমার দেশের মাটি’ গানের শুরুর কয়েকটি লাইন গাইতেই পেছন থেকে অশালীন ভাষায় গালাগাল করতে করতে কয়েকজন যুবক তেড়ে আসেন। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে কেন তা জানতে চেয়ে সংস্কৃতিকর্মীদের ধাওয়া ও মারধর করতে থাকেন তারা।

এক পর্যায়ে সংস্কৃতিকর্মীরা সেখান থেকে সরে পড়েন।
 
আবৃত্তিশিল্পী মাঈনুল আজম চৌধুরী সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে করে একদল লোক লাঠিসোঁটা হাতে কর্মসূচি শুরুর আগেই চেরাগী এলাকায় আসে। তারা কর্মসূচি পালনের স্থানের কিছুটা দূরে অবস্থান নেয়। তাদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে সংস্কৃতিকর্মীদের মধ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংস্কৃতিকর্মীরা যে যার মতো করে স্থান ত্যাগ করেন।