মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাশরাফিসহ নড়াইলে অন্তত ২৫ নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর-আগুন

প্রকাশিতঃ ০৫ আগস্ট, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, নড়াইলে জেলা আওয়ামী লীগ অফিস, এমপি মাশরাফি, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ২৫ নেতাকর্মীর বাড়ি, গাড়ি, দোকানে সোমবার ভাঙচুর-লুটপাট ও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হয়, যার মদ্ধে সাধারণ মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগ নেতা তোফায়েল সিকদারের মার্কেট ও সেখানে অবস্থিত সোনালী ব্যাংক রূপগঞ্জ শাখায় ভাঙচুর হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে বিকেল থেকে বিভিন্ন এলাকার আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে।

এ সময় নড়াইল পৌরসভায় নৌকা প্রতীকের গেট ভাঙচুর হয়। পরে বিক্ষিপ্তভাবে নানা এলাকার আন্দোলকারী ও উৎসুক জনতা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর পাশে অবস্থিত হুইপ মাশরাফির বাড়িতে কয়েক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ডুপ্লেক্স বাড়িতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তারা নিরাপত্তার কারণে অপারগতা প্রকাশ করে।