মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। ১০ জুলাই দুপুর ১/ ২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব এএসএম হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা স্থানীয় বিভাগের পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারি কমিশনার( ভূমি) সৈকত রায়হান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ ই আগস্ট শহিদ সদস্যদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এরপরে সমাধিতে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করে স্বাক্ষর করেন।