মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিরাপদ জেলা গড়ে তোলা হবে: নবাগত জেলা পুলিশ সুপার

প্রকাশিতঃ ০৯ জুলাই, ২০২৪  

জেলা প্রতিনিধি,নবাগত রংপুর জেলা পুলিশ সুপার মো. শাজাহান বলেছেন, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিরাপদ জেলা গড়ে তুলতে চাই। রংপুরকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় প্রতিটি থানায় স্মার্ট পুলিশি সেবা প্রদান, কিশোর গ্যাং দমন, জুয়া-চুরি রোধ এবং জেলার চরাঞ্চলসহ সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আমরা চাই না রংপুরে আর কেউ নতুন করে সন্ত্রাসী কার্যকলাপ করুক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।