ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে সীমান্তে ৫ বাংলাদেশি আটক
প্রকাশিতঃ ২৯ জুন, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা তিন বিঘা করিডোর চেকপোস্ট থেকে তাদের আটক করেন বিজিবির পানবাড়ি বিজিবির সদর কোম্পানির সদস্যরা ।
আটক হওয়া অভিযুক্তরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারুল ইসলাম (৪১) তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫) ও মেয়ে মোছা. লাবনী আক্তার (১৮)। একাই গ্রামের মো. আউয়াল মোকাদ্দেসের মেয়ে মোছা. মুক্তা আক্তার (৩০) ও মো. মহিউদ্দিনের মেয়ে মোছা. আফিয়া হোমায়রা (৩)।
বিজিবি জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় দহগ্রাম বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল হানিফের (১৮) মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন তারা।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটক হওয়া অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।