মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিতঃ ২৮ জুন, ২০২৪  

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার বিকেলে (২৬ জুন) এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশীষ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,

নিহত জাহাঙ্গীর জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর শশই এলাকার মো. সামছু মিয়ার ছেলে।

ওসি আশীষ কুমার সার্নাল জানান, বুধবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সড়ক পারাপারের সময় পথচারী জাহাঙ্গীর মিয়াকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।