আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ২০ তরুণ-তরুণী আটক
প্রকাশিতঃ ২৩ জুন, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট,ফরিদপুরের অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকটি আবাসিক হোটেল থেকে ১৫ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান প্যালেস ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসানুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও বোর্ডিংয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় হোটেল গুলশান প্যালেস, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আবাসিক, ভাই-ভাই হোটেল, নিবর বোডিং থেকে ৫ জন নারী ও ১৫ জন পুরুষকে আটক করা হয়।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আটকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি সেই হোটেল মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হবে।