ডিবির অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিতঃ ১২ জুন, ২০২৪
জেলা প্রতিনিধি, সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীর একটি রিকশার গ্যারেজ থেকে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন-এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি জালালাবাদ থানাধীন গোয়াবাড়ি কোচারপাড়া বাসিতের রিকশার গ্যারেজের সামনে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন, সিরাজুল ইসলাম (২৫),মোঃ মনফর আলী (৪৫),মোঃ আবু তাহের (৪৫), মোঃ কাওছার মিয়া (৩৮), মোঃ হাবিবুর রহমান (৩৫)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি,মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি ননএফআইআর মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।