মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এমপি আনার হত্যা: ডিবির মুখোমুখি ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা

প্রকাশিতঃ ০৯ জুন, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। আনোয়ারুল আজীম হত্যা মামলার এক তদন্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার কামাল আহমেদের তিনটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন।