মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

১৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, চোরাচালানিরা অধরা

প্রকাশিতঃ ০৯ জুন, ২০২৪  

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরের ১৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের নেতৃত্বে ট্রাস্কফোর্স এই চিনি জব্দ করেছেন।

শনিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলা সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজার থেকে এসব চিনি জব্দ করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সীমান্ত ঘেষা এলাকা হওয়ায় কারে দীর্ঘদিন সীমান্তের চিহ্নিত চোরাচালানিরা ধনপুর ইউনিয়নের মাছিমপুর থেকে শুরু করে সলুকাবাদা ইউনিয়ন পর্যন্ত এলাকা দিয়ে ভারতের বিভিন্ন চোরাই পথে অবৈধভাবে চিনি, পেঁয়াজ, মদ, গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশ নিয়ে আসছে। পরে বিভিন্ন প্রান্তে পাঠায় চোরাকারবারিরা।

এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে চোরাই পথে বিনা শুল্কে আনা সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারের মো. জামাল উদ্দিন নয়নের দোকান ঘর থেকে ১৮৩ বস্তা ভারতীয় চোরাচালানের অবৈধ চিনি জব্দ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সঙ্গে থানার পুলিশ ও বিজিবি ফোর্সসহ উপজেলা নির্বাহী অফিসের লোকজন উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার স্বর্থে জানান, কিছুদিন আগেও উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের নেতৃত্বে ৫০৮ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছিল। এর পূর্বে বিজিবি ভারত সীমান্ত অতিক্রম করে আসা ৭টি উট আটক করে।কিন্তু এর সঙ্গে জড়িত চোরাচালানিদের আটক করতে পারছে না। এতে করে উঠতি বয়সী যুবকরা মাদকাসক্ত ও কম সময়ে ও অধিক লাভবান হওয়ার জন্য এই চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, বাগবের বাজারে মো. জামাল উদ্দিন নয়ন গোদাম থেকে চিনিগুলো জব্দ করলেও মালিক পাইনি। আর এই গোদামের মালিক জামাল উদ্দিন কেউ স্বীকার করছেন না, তাই আগামীকাল রবিবার কাস্টমস কর্তৃপক্ষ এলে নিলাম দেওয়া হবে।এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির রাখার জন্য বলা হয়েছে।