চাল বিতরণে অনিয়ম ইউপি চেয়ারম্যানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষ,আহত ১৫চাল বিতরণে অনিয়ম
প্রকাশিতঃ ০৪ মে, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট,চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড বর্ষন করে। এতে ৬ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মুকবুল হোসেনকে ঢাকায় রেফার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে জেলেদের চাল বিতরণ সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখে। এ সময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এতে পুলিশের এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও জেলেসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।