মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রেনে কাটা পড়ে নারী নিহত

প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০২৪  

জেলা প্রতিনিধি,নীলফামারীর সদরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় জানা যায়নি।

বুধবার (২৪ এপ্রিল) ভোরে শহরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে চলমান রেললাইন থেকে ১০ ফুট দূরে এক নারীর মরদেহ পড়ে থাকতে থেকে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এখনো নিহত নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।