বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ে প্রতিরোধে সভা সরাইলে অনুষ্ঠিত

প্রকাশিতঃ ২৩ এপ্রিল, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) উদ্যোগে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা। আলোচনায় এসেছে জিরো হোম ডেলিভারি জন্মনিবন্ধনের গুরুত্ব ও মাদকাসক্তির ভয়াবহতা।

গত শনিবার সকালে মিতালীর কার্যালয়ে শতাধিক নারীর অংশগ্রহণে ডিপিএফ’র সভাপতি মো. আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া। ডিপিএফ’র সদস্য ও মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিপিএফ’র সম্পাদক মো. শরীফ উদ্দিন। বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, সামজসেবা কর্মকর্তা মো. পারভেজ আলম, ডিপিএফ’র সহ-সভাপতি এসি তাপসী রায়, সদস্য নারায়ণ চক্রবর্তী, মেহেদী হাসান রজত, মিতালীর উপদেষ্টা ও শাহজাদাপুর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, উপদেষ্টা মো. জুনায়েদ উদ্দিন আহমেদ, মো. আক্তার হোসেন মন্টু, মো. মুখলেছুর রহমান, মো. আজিজুল ইসলাম মাসুক, মহিলা ইউপি সদস্য শারমীন বেগম, শিক্ষক সুশীল চৌধুরী, ম্যাপ সদস্য মোছা. ফিরোজা বেগম প্রমুখ।