সরাইলে দুর্ধর্ষ ডাকাত শফিক গ্রেপ্তার
প্রকাশিতঃ ০৮ এপ্রিল, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতি কালে দুর্ধর্ষ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত ১০টায় উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী আজম নামক ব্রীকস ফিল্ডের এর সামনে রাস্তার উপর হইতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ডাকাত লের সদস্য হলেন সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী( বিলের পাড়) এলাকার আব্দুর রশীদের ছেলে মো.শফিকুল ইসলাম (৩৫)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কোমরের ডান পার্শ্বে খোচার মধ্যে ১(এক)টি সুইচ গিয়ার যুক্ত স্টীলের চায়না ধারালো চাকু, যাহা খোলা অবস্থায় লম্বা ৯ ইঞ্চিসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানা এস আই মো. জয়নাল আবেদীন-২ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের সক্রিয় সদস্য শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ।তার নামে ডাকাতিসহ থানায় একাধিক মামলা হয়েছে।এ বিষয়ে সরাইল থানায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,রাতে ডাকাতির প্রস্তুতির সময় শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে সের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন,ডাকাত শফিকুলের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করতঃবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ডাকাতে র বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।