অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ ২০ মার্চ, ২০২৪
বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানস চন্দ্র দাস এই অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানস চন্দ্র দাস জানান, ১নং রামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাতির খেদা এলাকায় ইজারা ব্যতীত পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পাইপসহ বালু উত্তোলনের দুটি মেশিন, একটি এস্কেভেটর, বালু বোঝাই একটি ট্রাক এবং প্রায় ৫ হাজার ঘনফুট সাদা বালু জব্দ করা হয়। ঘটনাস্থলেই মো. ওমর শরীফকে (৩২) আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তিন লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে, অর্থদণ্ড নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে তৎক্ষণাত খালাস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।