মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিতঃ ০২ মার্চ, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় তা জানতে পেরেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুউদ্দিন জানান, শুক্রবার রাতে দ্রুতগামী একটি ট্রাক এসে অটোরিকশাতে পেছন দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এসময় আরও দুই যাত্রী আহত হোন। তবে সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

তিনি আরও বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার-হেল্পার আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।