নদীতে বাঁধ দিয়ে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০২৪
অনলাইন ডেস্ক:টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় মাটি কাটার জন্য নদীতে দেওয়া তিনটি স্থানের বাঁধ খুলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন উপজেলার মীর দেওহাটা নামক স্থানে এ অভিযান চালান। এসময় পাঁচটি ভেকু মেশিন, ১০টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
অভিযানে মাটি ব্যবসায়ী সুজন মিয়াকে দুই লাখ টাকা এবং জিয়া মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় মাটি ব্যবসায়ীরা প্রায় এক মাস ধরে লৌহজং নদীর মীরদেওহাটা-বুধিরপাড়া অংশের একাধিক স্থানে বাঁধ দিয়ে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে নদীতে দেওয়া বাঁধ কেটে দেন এবং জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।