চলন্ত বাসে গণধর্ষণ; ২ জনকে ৩ দিন করে রিমান্ড
প্রকাশিতঃ ০৩ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।
শনিবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।
টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুনা ফেরদৌস বাসচালক হাবিবুর রহমান নয়ন, সুপারভাইজার রেজাউল করিম জুয়েলকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া বাসের হেলপার আব্দুল খালেক ভুট্টুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন আদালত।
এর আগে বিচারক ধর্ষিতা নারীর জবানবন্দি ২২ ধারায় রেকর্ড করেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে গাজীপুর যাওয়ার পথে মধুপুরে চলন্ত বাসে এক গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ধনবাড়ি থানায় এদিন রাতেই ৯ জনকে আসামি করে একটি মামলা হয়। পরে পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করে।
এদিকে, এ ঘটনায় গ্রেফতারকৃত চালক ও সহযোগীসহ ৩ ধর্ষককে শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে। –