গর্ভবতী স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা,স্বামী কারাগারে
প্রকাশিতঃ ৩০ ডিসেম্বর, ২০২৩
স্টাফ রিপোর্টার, নরসিংদীর মাধবদীতে শ্বাস রুদ্ধ করে পাঁচ মাসের গর্ভবতী আরিফা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার উত্তর চর ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফার ভাই নুর হত্যা মামলা করায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে আবু কালামকে (২৩) আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আরিফা (২০) নরসিংদীর বগারগত গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। স্বামী আবুল কালামের সঙ্গে তার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ লেগেছিল। এ কারণেই ঘটনার দিন তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে (আবুল কালাম) পালিয়ে যায়। আবু কালাম হত্যার দায় স্বীকার করেছে বলেও জানান ওসি।