মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর, ২০২৩  

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রফিকুল ইসলাম (৫০) ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চলাপ্রু মারমা (৪৮) নামের দুজনার কাছ থেকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের মুসলিমপাড়া ও বড়বিল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

তিনি জানান, উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় রাতে আধারে পাহাড় কাটার খবরে সেখানে গিয়ে তার সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মো. রফিকুল ইসলামকে ২০ হাজার ও বড়বিল এলাকার চলাপ্রু মারমাকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ৫০ হাজার টাকার অর্থদণ্ড আদায় করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার।