মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অপহরণকালে খাগড়াছড়িতে ৫ অপহরণকারী আটক

প্রকাশিতঃ ০২ এপ্রিল, ২০১৬  

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচ অপহরণকারীকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও (চট্ট মেট্রো-চ- ১১-২৮২৩) জব্দ করা হয়েছে। অপহৃত রেজাউল করিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।

টেন্ডার সংক্রান্ত মতবিরোধের জের ধরে এ অপহরণের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
আটক পাঁচ অপহরণকারী হলেন- খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরের বাসিন্দা মো. আলমগীর হোসেন (৩০), হাসপাতাল এলাকার মো. কাশেমের ছেলে কাওসার (২০), হাসপাতাল গেট এলাকার শহিদুল্লাহর ছেলে মাঈন উদ্দিন (২৯), মাস্টারপাড়া এলাকার কোরবান আলীর ছেলে মো. আলী (২৬) ও মাইক্রোবাস চালক মংসাই মারমা। তিনি গোলাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রেজাউল করিম মানিকছড়ি হাসপাতালের উন্নয়ন প্রকল্পে নিয়োজিত একজন ফোরম্যান।
মানিকছড়ি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচজনের একটি অপহরণকারী দল রেজাউল করিমকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে খাগড়াছড়ির দিকে পালিয়ে যাচ্ছিলেন। এ খবর পেয়ে পুলিশ জালিয়াপাড়া এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে অপহরণকারীদের আটক ও মাইক্রোবাসটি জব্দ করে।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানিয়েছেন, ঢাকার Apoharonফাইম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী নাজমুল করিম টিংকু লটারির মাধ্যমে মানিকছড়ি হাসপাতালের ১৮ কোটি ৬৫ লাখ টাকার কাজ পান। ফোরম্যান রেজাউল করিম মূলত সে হাসপাতালের দেখভালের কাজ করতেন।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পটির ইঞ্জিনিয়ার মো. রাসেল বাদী হয়ে ইতোমধ্যে থানায় মামলা দায়ের করেছেন।