লন্ডনে বসে কোট-টাই পড়ে ভিডিও কলের মাধ্যমে এদেশের নেতৃত্ব দেওয়া যাবে না
প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর, ২০২৩
জেলা প্রতিনিধি। বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেন, লন্ডনে বসে কোট-টাই পড়ে ভিডিও কলের মাধ্যমে এদেশের নেতৃত্ব দেওয়া যাবে না। যদিও বিএনপি এখন মাঠে নেই। স্বাভাবিকভাবেই মাটির সঙ্গে মিশে গেছে। আগামী নির্বাচনের পর আমরা এদের রাজনৈতিক জানাজা পড়িয়ে ছাড়ব ইনশাআল্লাহ। ।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া বিষ্ণুপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
শেখ তন্ময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের ক্ষমতা ও সাংগঠনিক শক্তি দিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত করবেন। প্রমাণ করবেন এ অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। এ অঞ্চলের মানুষ উন্নয়ন চায়। আগামীতেও এই অঞ্চলের উন্নয়ন অব্যাহত থাকবে।
বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী সভায় শেখ তন্ময়ের বোন ফজিলাতুন্নেছা অনন্যা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকি, শরীফা খানমসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী সভা জনসভায় রূপ নেয়।