পিরোজপুর-৩ আসনের পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এরা হলেন- খেলাফত আন্দোলনের আব্দুল লতীফ সিরাজী, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির প্রশান্ত কুমার হাওলাদার খোকন, স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রাথী মো. শহীদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন।উল্লেখ্য, পিরোজপুরের ৩টি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।
পিরোজপুরের ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, বাতিল ১০ জন
প্রকাশিতঃ ০৩ ডিসেম্বর, ২০২৩
জেলা প্রতিনিধি। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং মোহাম্মদ জাহেদুর রহমান পৃথক তিনটি আসনের যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ ম রেজাউল করিম, পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর-১ আসনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল, পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ আসেন আওয়ামী লীগের আশরাফুর রহমান প্রমুখ।
পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিন খান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, তৃণমূল বিএনপি’র মো. ইয়ার হোসেন রিপন এবং বাংলাদেশ কংগ্রেসের মো. শাহ আলমসহ ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
পিরোজপুর-২ আমনে জাতীয় পার্টি (জাপা)’র মো. খলিলুর রহমান খলিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।