তনুর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ
প্রকাশিতঃ ২৮ মার্চ, ২০১৬
জেলা প্রতিনিধিঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত।
সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন। হত্যাকাণ্ডের আট দিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।
সন্ধ্যায় মুঠোফোনে আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলম।