মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চান্দিনায় ৪ ‘ডাকাত’কে পুলিশে দিল জনতা

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

মেহেদী হাসান মিলন =কুমিল্লার চান্দিনায় ‘ডাকাতি’ করার সময় চার যুবককে পিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার রাত সাড়ে ১০টায় চান্দিনা-খোসবাস সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী।

এরা হলেন- বরুড়া উপজেলার খোশবাস গ্রামের রিয়াদ (২০), জালালপুর গ্রামের রনি (২৮), ফরহাদ (২১) ও সফিউল্লাহ (২২) ।

স্থানীয় দফাদার আমিনের ররাত দিয়ে ওসি বলেন, রাতে লতিফপুরে অটোরিকশা থামিয়ে ডাকাতি করছিল ওই চার যুবক। এক পর্যায়ে অটোর যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।

“এ সময় তাদের ধাওয়া দিয়ে সড়কের পাশের জমি থেকে ধরে পিটুনি দেয়। পরে দফাদার আমিনের সহায়তার ওই চার যুবককে থানায় হস্তান্তর করে স্থানীয়রা।”

আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি রসুল আহমেদ নিজামী।