বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভৈরবে ট্রেন দূর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন তদন্ত কমিটি

প্রকাশিতঃ ২৬ অক্টোবর, ২০২৩  

জেলা প্রতিনিধি: ট্রেন দূর্ঘটনার ঘটনায় ভৈরবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকালে ৭ সদস্যের তদন্ত কমিটির আহবায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম – সচিব ( অডিট ও আইসিটি) হাসান মাহমুদসহ অন্যন্য সদস্যরা ভৈরব রেলওয়ে স্টেশন ও দূর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন। এসময় তার সাথে তদন্ত কমিটির সদস্য সচিব মন্ত্রণালয়ের উপ- সচিব ( প্রশাসন -৬) মোঃ তৌফিক ইমাম, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহা- পরিচালক ( অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহা – পরিচালক ( মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপ- সচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই ( টেলিকম) মোঃ সাহাদুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার ডাঃ রিপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০ টার দিকে তদন্ত কমিটির দল ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে আউটার সিগনালের নিকট দূর্ঘটনাস্থলে রেললাইনের ক্রসিং মেশিনসহ লাইন স্বচক্ষে দেখেন। এসময় তদন্ত দলকে সহযোগীতা করেন ভৈরব রেলস্টেশন মাস্টার ইউছুফ। পরে কমিটির সদস্যরা রেলস্টেশনের সিগনাল কন্ট্রোল রুমে গিয়ে কম্পিউটারের সংকেত রেকর্ড দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা – কর্মচারী প্রত্যক্ষদর্শীদেরদের সাথে কথা বলেন।

এবিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম – সচিব হাসান মাহমুদ জানান, আমরা কমিটির সদস্যগন আজ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার দিনের মূল ঘটনা জানতে এসেছি। কি কারনে, কার ভুলে সেদিন দূর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে বের করব। দূর্ঘটনায় সিগনালে কোন ক্রটি ছিল কিনা বা দায়িত্বরত কর্মচারীর কোন দোষ আছে কিনা তা তদন্ত করতেই ভৈরবে এসে সরজমিনে দেখলাম। তিনি বলেন প্রাথমিক তদন্তে কন্টেনার ট্রেনের পরিচালক (গার্ড), চালক, সহকারী চালকের ভুল প্রমান পাওয়ায় তিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করে আমরা সব বিষয় উল্লেখ করে সাতদিনের মধ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিব। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত গত ২৩ অক্টোবর সোমবার বিকেলে ভৈরব রেলস্টেশনে এগারসিন্ধু ট্রেনের সাথে বিপরীতগামী একটি কন্টেনার ট্রেনের সংঘর্ষে ১৮ জন যাত্রী নিহত ও শতাধিক আহত হয়। এই ঘটনায় রেলওয়েসহ ৪ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রেলপথ মন্ত্রণালয়ের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করেছেন।