ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিতঃ ১৪ অক্টোবর, ২০২৩
জেলা প্রতিনিধি: লালমনিরহাট। লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রাম এলাকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সুমি আক্তার পশুরামপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাশ করে চাপারহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় এবং সে বর্তমানে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ছোবল মাড়লে সাথে তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।
নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পাইনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল। পরে ভোরে বেশী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫ নং দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনে ওই এলাকার বিট অফিসার কে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে বিস্তারিত জানাতে পারবো।