মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘ষড়যন্ত্রে ভয় করি না,জনগণের ভোট আওয়ামী লীগের পক্ষে আছে

প্রকাশিতঃ ১১ অক্টোবর, ২০২৩  

অনলাইন ডেস্ক:জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র সবসময় ছিল, সেটা এখনো আছে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওসবে ভয় করি না। এছাড়া জনগণের ভোট আওয়ামী লীগের পক্ষে আছে দাবি করে সরকারপ্রধান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে তিনি চিন্তা করেন না।

বুধবার (অক্টোবর ১১) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নির্বাচন আছে তবে আমার চিন্তা নাই, জনগণের ভোট আমাদের আছে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে। আমি ওটা নিয়ে ভয় করি না। গুলি বোমা সব মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি।

শেখ হাসিনা বলেন, আমি মনে করি, আল্লাহ মানুষকে একটা কাজ দেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে আল্লাহই রক্ষা করেন। ওপরে আল্লাহ নিচে আমার দলের লোক। যখনই আঘাত এসেছে আমার দলের মানুষ আমাকে রক্ষা করেছে। মানব ঢাল তৈরি করে তাদের জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি সেটাই সবচেয়ে বড় কথা।