মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৩  

জেলা প্রতিনিধি:সরকারি নির্দেশনা উপেক্ষা করে সুনামগঞ্জের মধ্যনগরে নদী থেকে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে।

উপজেলার মধ্যনগর চামরদানী ইউনিয়নের রামদিগা গ্রামের পাশের মনাই নদীতে প্রকাশ্যে বালু উত্তোলনের এই মহোৎসব চললেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। এ পরিস্থিতিতে নদী সংলগ্ন এলাকার বাড়িঘর এবং আবাদি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানিয়েছে, মধ্যনগর ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মনসহ কয়েকজন মিলে ড্রেজার এনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজটি করছে। বালুখেকো চক্রটি আইনের কোনো তোয়াক্কা না করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। এবং নৌকা যুগে চাহিদা অনুযায়ী বালু বিক্রি করছে উপজেলার বিভিন্ন এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যনগর রামদিগা ও দৌলতপুর এলাকার একাদিক কৃষক বলেন, ‘বালু উত্তোলন বন্ধ করা দূরে থাক, আমরা সাধারণ কৃষকেরা বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীরা আমাদের মারতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে ইউএনও স্যারকে মৌখিকভাবে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছি না। যে কারণে আমাদের জমির ক্ষতি হলেও চেয়ে চেয়ে শুধু এ ক্ষতি দেখে যেতে হচ্ছে।’

ড্রেজার মালিক ওই ইউপি সদস্য সুমন চন্দ্র বর্তনের মেবাইল ফোনে বালু উত্তোলনের বিষয়টি জানতে চাই তিনি বলেন, ‘ আমি আপনার সাথে এ বিষয়ে পরে কথা বলছি বলে তিনি ফোনটি কেটে দেন।

মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও শীতেশ চন্দ্র সরকার বলেন, ‘মনাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ড্রেজার মেশিন জব্দ করা হবে।