মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ডিজেল খালাসের সময় ফের জাহাজে আগুন

প্রকাশিতঃ ০৪ জুলাই, ২০২৩  

অনলাইন ডেস্ক:ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে ডিজেল খালাসের সময় ফের দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় নদীতীরের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য শহরের বিভিন্ন স্থানে ছুটে যায়।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের পৌরসভা খেয়াঘাটের বিপরীত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। পাশেই রয়েছে উদ্ধারকারী জাহাজ নির্ভীক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

জাহাজের ভেতরে ঝালকাঠি থানার এসআই গণেশ চন্দ্র ঘরামীর নেতৃত্বে নৌ পুলিশের তিনজনসহ ১১ জন দায়িত্বরত ছিলেন। তারা সবাই কমবেশি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সাগর নন্দিনী-২ নামের একটি জালানি তেলবাহী জাহাজে গত শনিবার দুপুরে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে ওই জাহাজের চার শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ চারজন শ্রমিককে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নদীতীরের বাসিন্দা মো. সেলিম বলেন, ‘আমি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম।

হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ হয়। বাইরে তাকিয়ে দেখি সাগর নন্দিনী-২ জাহাজে আবারো আগুন জ্বলছে। পরিবারের লোকজন নিয়ে শহরের ভেতরে নিরাপদে চলে আসি।’

কামাল হোসেন নামে একজন বলেন, ‘যেভাবে আগুন জ্বলছে তাতে জাহাজটি সম্পূর্ণ পুড়ে যাবে। আগুনের তাপ নদীর পারের মানুষও পাচ্ছে। কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে।’

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ‘একটি দুর্ঘটনার শোক সইতে না সইতেই আবারো বিস্ফোরণ ঘটেছে। সবাইকে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। আমাদের ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে।’