মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৩  

অবৈধ সম্পদ অর্জন ও পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে পৌর শহরের ঝিলটুলী এলাকায় ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে তাকে তলব করে জিঙ্গাসাবাদ করা হয়।

দুদক সূত্রে জানা যায়, প্রায় আড়াই ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন ওই কার্যালয়ের দুদকের উপপরিচালক রেজাউল করিম।

এ ব্যাপারে জানতে চাইলে উপপরিচালক রেজাউল করিম বলেন, কোতোয়ালি থানার ওসি এম এ জলিলের বিরুদ্ধে কোতোয়ালি থানা সংলগ্ন দক্ষিণ পাশের পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণের সময় দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির আশ্রয়ের অভিযোগ ও তার ব্যক্তিগত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল।

ওসির বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

এছাড়া ওসির বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ, থানায় ঘুষ গ্রহণের অভিযোগ আমাদের কাছে আছে। সব অভিযোগের তদন্ত করা হচ্ছে।

ফরিদপুর কোতোয়ালী থানার (ওসি) এম এ জলিল বলেন, পুলিশ স্কয়ার মার্কেটের বিষয়ে বেনামে চিঠির বিষয়ে আমাকে ডেকেছিল। অভিযোগের বিষয় ছিল, মার্কেট নিয়ে অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে। কিন্তু মার্কেট তো সাবেক এসপি আলিমুজ্জামান থাকাকালে হয়েছে এবং টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। এখানে এক টাকাও এদিক-সেদিক হয়নি। সব টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। এসব বিষয়ে দুদক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে।