মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৫ মে, ২০২৩  

জেলা প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সন্তোষপুর (জগদ্বীশপুর) এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩২), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগোয়ারী এলাকার মো. জলিল মিয়ার ছেলে মেহেদী হাসান (৩২) ও একই উপজেলার ফরিদপুর এলাকার মো. আবুল কালামের ছেলে ওয়াসিম শেখ (২২)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৪ মে) দিনগত রাতে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ মাদক ব্যবসায়ী ইকবাল, মেহেদী ও ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। সে সময় ট্রাকটি তল্লাশি করে ৪টি বান্ডিলে মোট ২০ কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই তিনজন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দ গাঁজা ও গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।