মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাতে গান শুনতে গিয়ে সকালে মিলল নারীর হাত-পা বাঁধা মরদেহ

প্রকাশিতঃ ১৯ মে, ২০২৩  

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাররিন আক্তার (৪০) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) সকালে থানার জালকুড়ি এলাকার সীমা ডাইং কারখানার সামনে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাসরিন আক্তার জালকুড়ি এলাকার মো. আশরাফ দেওয়ানের মেয়ে। বৃহস্পতিবার (১৮ মে) রাতে বাউল গান শুনতে গিয়ে তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নাসরিন একটি বাউল গানের আসরে গিয়েছিলেন। সারা রাত তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমা ডাইং এলাকায় সপ্তাহে চার থেকে পাঁচদিন রাতে বাউল গানের আসর বসানো হয়। কাদিরিয়া চিশতীয়া বাউল সমিতির ব্যানারে চাঁনমিয়া ও সমুন নামে দুজন ব্যক্তি এ আসর বসান। প্রশাসনিক অনুমতি ছাড়াই রাত দশটা থেকে গভীর রাত পর্যন্ত চলে গানের আসর। আসরে গানের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন চলে।

খোঁজ নিয়ে জানা গেছে, জালকুড়ি এলাকা ছাড়াও থানার পাঁচটি এলাকায় রাতে বাউল গানের আসর বসে। প্রতিটি আসরের চিত্র একই বলে জানা গেছে। গত বছরে একটি আসরে একজন বাউল শিল্পী ধর্ষণের শিকার হয়েছিল। পরে থানা পুলিশ ওই আসরটি বন্ধ করে দেয়।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এসব বাউল গানের আসর বসানোর কোন অনুমতি দেওয়া হয়নি।