বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দায়িত্বে অবহেলায় ৬ শিক্ষককে অব্যাহতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিতঃ ০৮ মে, ২০২৩  

অনলাইন ডেস্ক:ফরিদপুরের সালথায় দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে একটি কেন্দ্রের দায়িত্বরত ৬ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার কক্ষে নকল নিয়ে আসার অপরাধে দুই পরীক্ষার্থীকে (ছাত্রী) বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (৭ মে) সালথা সরকারি কলেজ মাদরাসা কেন্দ্রে চতুর্থ দিনে গণিত পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবী তাদের অব্যাহতি দেন ও বহিষ্কার করেন।

অব্যাহতি হওয়ার শিক্ষকরা হলেন, ভাবুকদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. বেলাল হোসেন, পশ্চিম বিভাগদী দাখিল মাদরাসার শিক্ষক মো. ফিরোজ আলম, সালথা দাখিল মাদরাসার শিক্ষিকা বিলকিস আক্তার, মাঝারদিয়া দাখিল মাদরাসার শিক্ষিকা নাসিমা আক্তার, যদুনন্দী জগজ দাখিল মাদরাসার শিক্ষক জিহাদুল ইসলাম ও সুলতানিয়া দাখিল মাদরাসার শিক্ষিকা আসমা আক্তার। এরা সবাই সালথা সরকারি কলেজ মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার দায়িত্বে ছিলেন। 

অপরদিকে বহিষ্কারপ্রাপ্ত পরীক্ষার্থীরা ইউসুফদিয়া আলিম মাদরাসার ছাত্রী। তারা একই কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ুবী কালের কণ্ঠকে বলেন, সালথা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় দুই পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরা হয়। একই সঙ্গে দুটি কক্ষে দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলাজনিত বিষয়টি আমাদের নজরে আসে। তারই পরিপ্রেক্ষিতে অসদুপায় অবলম্বনকারী দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তারা চলমান দাখিল পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারবেন না।