বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিতঃ ০৩ এপ্রিল, ২০২৩  

জেলা প্রতিনিধি:ফরিদপুরের মধুখালীতে এমএমকেবি ইট ভাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে উপজেলার বাগাট ইউনিয়নের গোমারা গ্রামে অবস্থিত রোববার বিকালে এমএমকেবি ব্রিকস ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধিন ৫০ হাজার টাকা জরিমান করেন। ফসলী জমিতে ইট ভাটা স্থাপন, ভাটায় ইট পোড়ানো জ্বালানী হিসাবে কাঠ ব্যবহার ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয় ।