মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রকল্পের কাজ শ্রমিকের পরিবর্তে ভেকু মেশিন ব্যবহার

প্রকাশিতঃ ৩১ মার্চ, ২০২৩  

জেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রাম থেকে ছোট কুমারদিয়া কালিমন্দির পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ চলমান রয়েছে।কাবিটা প্রকল্পের রাস্তাটি নির্মাণের কার্যাদেশ পান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির ও মহিলা ইউপি সদস্য সম্পা বেগমের যোগসাজশে এ ধরনের অনিয়ম করা হয়েছে বলে দাবী স্থানীয়দের। প্রকল্পের এ রাস্তাটি শ্রমিক দিয়ে করার কথা থাকলেও চেয়ারম্যান সেটি ভেকু মেশিন ব্যবহার করছেন।

ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফায়েক মোল্লা অভিযোগ করে বলেন, প্রকল্পের এ রাস্তাটি শ্রমিক দিয়ে নির্মাণ করার নিয়ম। এতে রাস্তা নির্মাণের পাশাপাশি অসহায়-গরীব শ্রমিকরা কাজের বিনিময়ে কিছু টাকা পেয়ে থাকেন। কিন্তু চেয়ারম্যান আমাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই মনগড়া বেকু দিয়ে কাজ করে যাচ্ছেন। কিছু বললে আমাদের নানাভাবে হুমকি দেন।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি ও নারী ইউপি সদস্য মোসা. সম্পা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী ও একই ইউনিয়নের গ্রাম পুলিশ মিন্টু মিয়া বলেন, চেয়ারম্যান সাহেব রাস্তাটি নির্মাণ কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন।তাই আমি ভেকু দিয়ে কাজটি করছি।এটি কোন প্রকল্পের কাজ সেটি আমি জানি না।

জানতে চাইলে পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এতোটুকু কাজের জন্য ঘটনাস্থল পর্যন্ত যাওয়া লাগে নাকি? আপনারা আমার সঙ্গে দেখা করেন। তবে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না তবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল হক বলেন, কাবিটা প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে করতে হবে। ভেকু বা কোনো ধরনের যন্ত্র দিয়ে করার নিয়ম নেই। বিষয়টি জেনে প্রকল্প কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।